[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সুন্দরবন থেকে হরিণের মাংস পাচারকালে আটক ৩

মল্লিক মোঃ জামান(বাগেরহাট প্রতিনিধি)

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪, ১১:৫৩

ছবি : সংগৃহীত

সুন্দরবনে ৬০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারিকে আটক করা হয়েছে। খুলনার দাকোপ উপজেলার শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে তাদেরকে আটক করা হয়।

শনিবার (৬ এপ্রিল) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এক মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবন সংলগ্ন শিবসা নদীর মারগীর বাওন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে হরিণের মাংস, ৩ টি মাথা ও পাসহ মোট ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। হরিণ শিকারের কাজে ব্যবহৃহ একটি কাঠের নৌকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরো জানান, অভিযান পরিচালনার পর আটককৃত হরিণ শিকারী ও উদ্ধারকৃত হরিণের মাংসসহ সকল আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর