[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

নওগাঁয় জামায়াতের দুই নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ০০:০১

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরসহ দুজনকে গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ। ছবি-প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমিরসহ দুজনকে গ্ৰেপ্তার করেছে থানা পুলিশ। নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্ৰেপ্তার করা হয়। দুইজনের নামে নাশকতার মামলা ছিল।

গ্ৰেপ্তার দুইজন হলেন উপজেলার বালাহৈর গ্ৰামের মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু ও চৌরা সমাসপুর আড্ডা এলাকার মোহাম্মদ নাসিমুজ্জামান।

মোহাম্মদ মাইনুল ইসলাম মিনু উপজেলা জামায়াতের সাবেক আমির। তিনি নওগাঁ জেলার সহকারী সেক্রেটারি দায়িত্বে ছিলেন। নাসিমুজ্জামান জামায়াতের একজন সমর্থক।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, মাইনুল ও নাসিমুজ্জামানের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল। দীর্ঘদিন যাবত তারা পলাতক থাকায় গ্ৰেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্ৰেপ্তার করা হয়। গ্ৰেপ্তারের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর