[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

ফেসবুকে আপত্তিকর ছবি, তরুণীর আত্মহত্যা!

ফরিদপুর

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ২৩:৪৪

ফাইল ছবি

সাবেক স্বামী কর্তৃক আপত্তিকর ছবি ফেসবুকে ছড়ানোয় সুমাইয়া আক্তার (১৯) নামে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৮টার সময় ভাঙ্গার ছিলাধরচর গ্রামে নানা মালেক মৃধার বাড়ি বেড়াতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত সুমাইয়ার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার পুড়াইদা গ্রামের সাখাওয়াতের মেয়ে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৫-৬ মাস আগে ঢাকার জনৈক ইমনের সঙ্গে সুমাইয়া মোবাইলে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের দেড় মাস পর তাদের বিচ্ছেদ হয়।

এর পর ইমন সুমাইয়ার মোবাইলে বারবার কল দিয়ে বিরক্ত করতে থাকে এবং পুনরায় বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করে।

কিন্তু সুমাইয়া বিয়েতে রাজি না হওয়ায় তাদের বিয়ের সময়ের আপত্তিকর ছবি তার মোবাইলে পাঠায় এবং ফেসবুকে ছেড়ে দেয়।

সুমাইয়া ফেসবুকে তার আপত্তিকর ছবি দেখে নানার বাড়ি ভাঙ্গায় এসে নানার ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এসি মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর