[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

দুই পা নেই তবুও ভোট দিতে এসেছি

এবি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১৯:০৯

ছবি : সংগৃহীত

মো. সুজাত মাতুব্বর (৪০) নামে একজন। সুজাত ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। দুটি পা নেই তার তবুও ভোট প্রদানের জন্য এসেছেন। সারাদেশের মতো ফরিদপুর-২ আসনেও রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত।

 

এদিন সকাল ৯টার দিকে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মো. সুজাত মাতুব্বর (৪০) নামে একজন। সুজাত ইউসুফদিয়া গ্রামের বাসিন্দা। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। দুটি পা নেই তার। ভোট দিতে আসার অনুভূতি জানাতে গিয়ে গণমাধ্যমের কাছে সুজাত মাতুব্বর বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি পছন্দমতো তাকে দেব।

 

তিনি আরও বলেন, আজকে নির্বাচনের পরিবেশ খুবই ভাল মনে হচ্ছে। তাই পা না থাকার পরও নির্ভয়ে হুইলচেয়ারে চেপে সকাল সকাল ভোট দিতে এসেছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর