[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে আমেরিকা

পঞ্চগড়

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০২:৫৭

ফাইল ছবি

পরাশক্তি আমেরিকা পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ক্ষেত্র প্রস্তুত করেছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী ও বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী মো. নূরুল ইসলাম সুজন।

আজ মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন।

এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেমন পরাশক্তি আমেরিকা বিরোধিতা করেছিল তেমনি বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রও করেছিল। হত্যার ক্ষেত্র প্রস্তুত করতে তারা সরাসরি জড়িত ছিল।

বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্তে এসব উঠে এসেছে। গণতন্ত্র ও মানবতার কথা বলে তারা বঙ্গবন্ধুর খুনিকে আশ্রয় দিয়ে বসে আছে। এখনো দেশে দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। তারা দেশে একটি অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছে।

তাই দলমত নির্বিশেষে ষড়যন্ত্র রুখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। সেই সাথে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে দেয়ার দাবিও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শোক দিবসের অনুষ্ঠানেও অংশ নেন তিনি।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর