[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ধানমন্ডিতে বাসে আগুন

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৩ ডিসেম্বার ২০২৩, ১৩:৫৪

ছবি : সংগৃহীত

বিএনপি ঘোষিত এগারো দফা ৩৬ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা । বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

 

তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অবরোধ ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১১তম দফার এই অবরোধ কাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে এ অবরোধ ডাকা হয়েছে।

 

গত সোমবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশব্যাপী ৩৬ ঘণ্টার অবরোধ ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর