[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার

ঢাকা

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৩, ১৭:৫৬

ফাইল ছবি

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত ৩টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাশেদ বিন খালিদ আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর