[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ১লা মাঘ ১৪৩১

ডেমরায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

ঢাকা

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৩:৪০

সংগৃহিত ছবি

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনা আরোহী ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। আর আহতরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পরপরই চিকিৎসকরা ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত আর আহত তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, নিহতদের কারোরই নাম পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আহত মইনুদ্দিন জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। সকালে অফিসের কাজে বের হয়েছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা কিছুই বলতে পারছেন না তিনি।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর