[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রাজশাহীতে র‌্যাবের অভিযানে এলএসডি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ২০:৩৩

ছবি: সংগৃহীত

রাজশাহীর চারঘাটে ভয়ানক মাদকদ্রব্য এলএসডি ২০০ মিলিলিটার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার জয়পুর হাইস্কুল মোড় পাকা রাস্তার ওপর থেকে এসব উদ্ধার করে।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালায়। এসময় দুটি কাঁচের বোতলে ২০০ মিলিলিটার ভয়ানক মাদকদ্রব্য এলএসডি উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। উদ্ধার হওয়া এসব এলএসডির আলামত রাসায়নিক পরীক্ষাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর