[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

লালপুরে গাঁজার গাছসহ বাড়ির মালিক গ্রেফতার

নাটোর

প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৩, ১৫:৪১

সংগৃহিত ছবি

নাটোরের লালপুরে ১৩ ফুট উঁচু গাঁজার গাছসহ মো. জয়নাল আবেদীন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে লালপুর উপজেলার বেলগাছি এলাকা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় উপজেলার বেলগাছি এলাকার মো. জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ১৩ ফুট গাঁজার গাছ জব্দ করা হয়।

পরে বাড়ির মালিক জয়নালকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর