[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রাজশাহীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ নভেম্বার ২০২৩, ০৯:৪৫

সংগৃহিত ছবি

রাজশাহীতে আবারও একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বাসটিতে আগুন ধরে গেছে। এ নিয়ে রাজশাহীতে আজ একদিনে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে পুঠিয়া উপজেলার তাহেরপুর রোডে ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি পুড়ে গেলেও অবশ্য কেও আহত হননি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।

তিনি জানান, এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর