[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রামেক হাসপাতালে চালু হলো গাইনি অপারেশন থিয়েটার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৩, ২০:৫৫

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নতুন গাইনি অপারেশন থিয়েটারের (ওটি) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

তিনি বলেন, এ গাইনি ওটির কার্যক্রম শুরুর মাধ্যমে আমরা চিকিৎসা সেবায় আরো একধাপ সামনে এগিয়ে গেলাম। এখানে স্ত্রী রোগে আক্রান্ত রোগীর চাপ অনেক বেশি।

হাসপাতালের পরিচালক বলেন, রামেক হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০ টা সিজার হয়। আমাদের আগের ওটি বেশ পুরাতন হয়ে গেছে। নতুন ওটিতে আধুনিক সব যন্ত্রপাতি সরবরাহ থাকবে, যার ৭০ শতাংশ ইতোমধ্যেই চলে এসেছে। খুব দ্রুত ১০০ ভাগ আনার চেষ্টা করছি আমরা। এর ফলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা পাওয়া আরও সহজতর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন হাসপাতাল পরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন রামেক হাসপাতালের গাইনি বিভাগের প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, এসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, এসিস্টেন্ট প্রফেসর ডা. হোমায়রা শাহরিন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলী, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম ও রেজিস্ট্রার ডা. মৌসুমী মন্ডল প্রমুখ।

এর আগে গত ২ আগস্ট নতুন এ গাইনি ওটির ভবন উদ্বোধন করেন রামেক হাসপাতাল পরিচালক। আর শনিবার (১৮ নভেম্বর) এটির কার্যক্রম শুরু করা হলো। গাইনি ওটিতে স্ত্রী রোগের বিভিন্ন অপারেশন, প্রসূতি নারীদের অপারেশন (সিজার) ও ল্যাপরোস্কোপিসহ বিভিন্ন ধরণের সার্জারি করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর