[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ছেলের হাতে বাবা খুন

ফরিদপুর

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৩, ১৮:০৭

ফাইল ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় তু্চ্ছ ঘটনা নিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে ওহাব মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের রাজার চর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে চারচালা টিনের বসতঘরের বারান্দায় বসে ছিলেন ওহাব মোল্লা। এ সময় তার ছেলে জাহিদ মোল্লা (২৬) ঘরের বিদ্যুতের কাজ করতে যায়। এ সময় জাহিদ মোল্লাকে তার বাবা ওহাব মোল্লা বলেন- তুই কি বিদ্যুতের কাজ জানিস যে করবি। এ কথা নিয়ে ছেলে ও বাবার মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে জাহিদ মোল্লা তার বাবা ওহাব মোল্লাকে এলোপাতাড়ি মাথায় ও মুখে কিলঘুষি মারে।

এ সময় ওহাব মোল্লা আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরবর্তীতে লাশ নিয়ে বাড়িতে ফিরে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নেয়।

সদরপুর থানা পুলিশের ওসি মো. মামুন আল রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তবে অভিযুক্ত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: দেশ রূপান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর