[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

প্রতিবেশীর মরদেহ দেখে বাড়ি ফিরে দেখলেন ছেলে নেই!

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
১৩ নভেম্বার ২০২৩, ১৮:২৫

ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে ইরফান নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু ইরফান ওই এলাকার সাজেদুর রহমান ও শিলা খাতুন দম্পত্তির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ইরফানকে বাড়িতে খেলতে রেখে ওই গ্রামের একজনের মরদেহ দেখতে যান তার মা শিলা খাতুন।

বাড়িতে ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে অনেকক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ইরফানের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শিশুটির বাবা সাজেদুর রহমান মাঠে কাজে চলে যান। তাদের প্রতিবেশী একজন মারা গেলে শিশু ইরফানকে বাড়িতে রেখে মরদেহ দেখতে যান শিশুটির মা‌।

অনেকক্ষণ পর বাড়ি ফিরে এসে ইরফানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর