[email protected] বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫, ২রা মাঘ ১৪৩১

কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ৭ বছর দণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৩, ২০:২৯

ফাইল ছবি

রাজশাহীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে সিরাজুল ইসলাম শিরু (৫৬) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর এলাকার মৃত মোসলেম খলিফার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমত আরা। তিনি বলেন, ২০২০ সালের আগস্টে বাড়িতে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করেন সিরাজুল ইসলাম। কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখেন। পরে হবু বরের কাছে ভিডিও ও ছবি পাঠালে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ঐ ভুক্তভোগী কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা পৃথক দুটি মামলা করেন। আজ ওই মামলায় রায় ঘোষণা করেন আদালত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর