[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

পেট্রোলবোমা ছুঁড়ে পণ্যবাহী ট্রাকে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৩, ২০:৪২

ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ের পাশে পেট্রোল বোমা মেরে ট্রাকটিদে আগুন দেয় বিএনপি-জামায়াতের সমর্থকরা।

এ তথ্য নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, রাজশাহী শহর থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারার উদ্দেশে রওনা হয়। ট্রাকে মুরগীর খাবার (ফিড) ছিল। মোহনরের নন্দনহাট এলাকায় পৌঁছালে ৫টি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে প্রথমে ট্রাকটি ভাঙচুর করে। এরপর তারা ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, পণ্যবাহী ট্রাকে তিনজন ছিল। ট্রাকে ভাঙচুর শুরু হলে তারা দ্রুত নেমে পড়েন। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।#

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর