[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পঞ্চগড়

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৭:১৯

ফাইল ছবি

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ সীমান্তের মেইন পিলার ৪৪৮ সংলগ্ন মহানন্দা নদীর ভারতীয় অংশে একটি চা বাগানের পাশে এই ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে এখনো মরদেহ পড়ে আছে বলে জানিয়েছে বিজিবি।

নিহত আইনুল হকের বাড়ি উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ এলাকায়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে। আইনুল হক পেশায় একজন গরু ব্যবসায়ী।

বিজিবি ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে বাংলাদেশ ভারত সীমান্তের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৭৬ ব্যাটালিয়নের ফাসিঁ দেওয়া ক্যাম্পের একটি টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় ঘটনাস্থলে আইনুল নিহত হন।

এ ঘটনায় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর