[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা, গ্লাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক পাবনা

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৩, ১৭:১৬

ছবি: সংগৃহীত

কলকাতা থেকে ঢাকাগামী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রল বোমা হামলা ও পাথর নিক্ষেপ করে দুটি জানালার গ্লাস ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) ১১টা ৫৫ মিনিটে পাবনার ঈশ্বরদীর লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ককটেল ও পেট্রল বোমার বোতল উদ্ধার করেছে পুলিশ।

ঈশ্বরদীর লোকোসেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম জানান, ১৫/১৬ জনের একদল যুবক লোকোমোটিভ সেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল, পাথর ও ইট দিয়ে ঢিল ছুড়ে মারে। এ সময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১১টা ৫৫ মিনিটের সময় ঈশ্বরদী জংশন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে। এতে জানালার দুটি গ্লাস ভেঙে গেছে।

পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কিছু দুষ্কৃতকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাঙচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর