[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৩, ১৭:৫৯

সংগৃহীত ছবি

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জে খুশিয়া বেগমকে (২১) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. শামীম শেখের (৩৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ আদেশ দেন।

এ রায় ঘোষণার সময় আদালতে আসামি শামীম উপস্থিত ছিলেন। তিনি জেলার শাহজাদপুর উপজেলার ও এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের বাসিন্দা।

আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা জেবা রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সাথে বিয়ে হয় একই থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী শেখের ছেলে শামীম শেখের। পারিবারিক বিষয় নিয়ে শামীমের সাথে স্ত্রী খুশিয়ার প্রায়ই কথাকাটাকাটি হতো। এর জেরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করেন শামীম। পরে মামলা হলে গ্রেপ্তার হন তিনি। দীঘদিন শুনানিতে এদিন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই রায় দেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর