[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

নাটোরে অতিরিক্ত মদপানে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৩, ১৯:৩৩

ফাইল ছবি

নাটোরে দুর্গাপূজার প্রতিমা বির্সজনের দিনে অতিরিক্ত মদ পান করে রুদ্র গোস্বামী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত রুদ্র দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর ছেলে ছিল।

নাটোর থানা পুলিশ ও আত্মীয়রা জানায়, মঙ্গলবার দুর্গাপ্রতিমা বিসর্জনের সময় আনন্দ-উল্লাস করে অতিরিক্ত মদ পান করায় রুদ্র অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

নাটোর থানা পুলিশের ওসি নাছিম আহমেদ বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে নাটোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর