[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ৩০শে পৌষ ১৪৩১

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোর

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৩, ১৬:৪৮

ফাইল ছবি

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের মালঞ্চি রেল স্টেশনের ঠেঙ্গামারা ও বড়পুকুরিয়া রেল গেটের মাঝামাঝি সেকশন সান্তাহার কি.মি. বোর্ড ২২৯/৪/৬ এলাকায় এ ঘটনা ঘটে।

ওইস্থানের রেলে কর্মরত (ভারপ্রাপ্ত) মেট মোস্তাক আহমেদ জানান, তিনি সকাল ৬টা ৩০ মিনিটে বড়পুকুরিয়া রেলগেটে কর্মরত গেটম্যান দেলোয়ার এর মাধ্যমে বিষয়টা তিনি জানতে পারেন এবং ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ বিষয়ে সান্তাহার জি আর পি থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থলে যাচ্ছেন তারা। বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর