[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

‘সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২২ অক্টোবার ২০২৩, ২১:৩৬

ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেনছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা কারও প্রতিপক্ষ নই। আমরা প্রতিবেশী। আমরা একে অপরের সহমর্মী। একই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সংবিধানে আপনার যে অধিকার, আমারও সেই অধিকার।

রোববার (২২ অক্টোবর) রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের সূর্যপুর নখরাজিঘাট পূজা মন্ডপ, ইটা ঘাঁটি মোড় ও নওহাটা বাজারের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আসাদ বলেন, সংখ্যালঘু বলে আপনারা নিজেদের দুর্বল ভাববেন না। এ দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প তারাই ছড়ায়, যারা আবহমানকাল থেকে এ দেশে চর্চিত সম্প্রীতির বীজতলা নষ্ট করতে চায়। আমাদের বরাবরের মতো সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, সাম্প্রদায়িক অপশক্তি দুর্বল হয়েছে, কিন্তু নির্মূল হয়নি। তাদের শব্দহীনতা কিংবা আড়ালে থাকা শক্তি সঞ্চয়ের কৌশলও হতে পারে।

তিনি বলেন, যে ধর্মের অনুসারীই আমরা হই না কেন, প্রকৃত ধর্মের অনুশীলন মানুষের আত্মার শক্তিকে জাগিয়ে তোলে। ধর্মচর্চা মানবিক মূল্যবোধ জাগ্রত করে। অপরাধ ও চিত্ত-বিত্তের নেতিবাচক ভাবনা থেকে সুরক্ষা দেয়।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা মিরাজুল ইসলাম ও কামরান ইয়ামিন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের সদস্য শিউলি রানী, নওহাটা পৌর আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বড়গাছি ইউনিয়ন আওয়ামী নেতা ইমরান আলী প্রমুখ।

 

বাংলা গেজেট/এমএএইচ

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর