[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

শেখ হাসিনার অধীনে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৩, ১৯:২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনার অধীনে যতগুলো নির্বাচন হয়েছে, সবগুলোই সুষ্ঠু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) বিকেলে রায়পুর উপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির ওপর থেকে জনগণ এখন মুখ ফিরিয়ে নিয়েছে। বর্তমানে তারা ঘৃণিত দল, সেই জন্যেই দলটি আবারও অগ্নিসন্ত্রাসের ষড়যন্ত্রের পায়তারা করছে।

এর আগে, উপজেলা প্রশাসন আর্ট স্কুল উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়ন ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনাসহ স্থানীয় নেতৃ-কর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর তিনি রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি মাঠে আওয়ামী লীগের উদ্যোগে এক উন্নয়ন সভায় বক্তব্য দিবেন বলে জানা গেছে। সূত্র: ইত্তেফাক

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর