[email protected] সোমবার, ১৩ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

সবাইকে নিয়ে স্মার্ট রাজশাহী গড়তে চান রাসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ অক্টোবার ২০২৩, ২১:১২

ছবি: সংগৃহীত

স্মার্ট বাংলাদেশের সাথে রাজশাহীকে স্মার্ট নগরী হিসেবে গড়ার প্রত্যয় জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, নগরীর আয়তন বৃদ্ধি, নৌবন্দর স্থাপনের মাধ্যমে এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সবাইকে নিয়ে উন্নত ও স্মার্ট রাজশাহী গড়তে চাই।

শুক্রবার (২০ অক্টোবর) রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ম পরিষদের প্রথম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লিটন বলেন, ২০১৮-২০২৩ সাল  মেয়াদে রাজশাহীর উন্নয়ন ও নাগরিক সেবা যথাযথভাবে প্রদানে আমরা নিরলসভাবে কাজ করেছি। বিশেষ করে করোনাকালীন সময়ে দুঃসময়ে আমরা সব সময় মানুষের পাশে ছিলাম। ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে।

মেয়র বলেন, সকলের প্রচেষ্টায় রাজশাহী এখন দেশের সেরা নগরী হিসেবে দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিবেশ বিভাগের কার্যক্রম এখন দৃশ্যমান হয়েছে। নগর পরিচালনার ক্ষেত্রে অন্যান্য বিভাগগুলো দায়িত্ব পালন করছে। স্মার্ট রাজশাহী বিনির্মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হয়েছে। যেখানে ১৬১ টি উদ্যোগ ডিজাইনে ২০ প্রকল্পের প্রস্তাবনা রয়েছে। স্মার্ট সিটি গড়তে তিনটি ধাপ নির্ধারণ করা হয়েছে।  

সভায় বিভিন্ন স্থায়ী কমিটির সভার প্রস্তাবাবলী পাঠ  ও অনুমোদন করা হয়। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজিত এসডিএল ছয় দিন ব্যাপি কর্মসূচির প্রস্তুতি সভার সুপারিশসমূহ পাঠ ও অনুুমোদন, পঞ্চবার্ষিক এসেসমেন্ট, সরকারি বেসরকারি হোল্ডিং করের উপর ১৫% সারচার্জ আরোপ ও মওকুফকরণ, বাড়ী নির্মাণ সামগ্রী রাখার উপর ফি নির্ধারণ সম্পর্কে আলোচনা,  গত ৮/৮/২০২৩ তারিখে রাসিক ও এসপায়ার টু ইনোভেট এর মধ্যে স্বাক্ষরিত স্মার্ট রাজশাহী সিটি ডেভলপমেন্ট বিনির্মাণ বিষয়ক সমঝোতা স্মারক অবহিতকরণ, ফুটপাত অবৈধ দখলদার মুক্তকরণ ও শহরের সৌন্দর্য্য রক্ষায় খাস জমি অবৈধ দখলদার মুক্তকরণ সহ বিভিন্ন ব্যয়ের বিষয়ে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভার শুরুতে পূর্ববর্তী পরিষদের ১৩তম সাধারণ সভা হতে নির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা পর্যন্ত নগরীতে বসাবাসকারী বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী সহ যে সকল ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন, তাদের শোক প্রস্তাব উপস্থাপন ও অনুমোদন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- রাসিকে প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান প্রমূখ।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর