[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রাজশাহীতে অস্ত্রগুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১৮ অক্টোবার ২০২৩, ২০:০৫

সংগৃহিত ছবি

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও এক রাউণ্ড গুলিসহ নাফিউ মল্লিক অয়ন (২৮) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ  (ডিবি)।

গ্রেপ্তার নাফিউ মল্লিক অয়ন নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী থান্ডারপাড়া এলাকার আবু নইম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে রাতেই বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

নগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ওই যুবক অস্ত্র ব্যবসায়ী। বিক্রির উদ্দেশ্যে এসব অস্ত্র-গুলি চাঁপাইনবাবগঞ্জ থেকে এনে নিজ দোকানে সংরক্ষণ করছিলেন।

গোপন সংবাদ পেয়ে সোমবার রাত পৌনে ৯টার দিতে ওই দোকানে অভিযান চালায় নগর ডিবির একটি দল। তাতে নেতৃত্ব দেন পরিদর্শক মশিয়ার রহমান। ওই অভিযানেই অস্ত্রসহ গ্রেপ্তার হন অয়ন।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পুলিশকে অয়ন জানান, দীর্ঘদিন ধরে এই কৌশলে তিনি অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিলেন। তার এই কাজের সহযোগী সোহেল রানা নামের এক ব্যক্তি।

তাদের দুজনের নামেই অস্ত্র আইনে মামলা হয়েছে। সোহেল রানাকেও গ্রেপ্তার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর