প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৩, ০২:৩৩
রাজশাহীতে কৃত্রিম সংকট করে ডিমের দাম বেশি নেওয়াসহ মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাহেববাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি বলেন, অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে, নগরীর সাহেববাজার এলাকার মেসার্স মারুফ এন্টারপ্রাইজকে ডিমের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, পিন্টু স্টোরকে ১ হাজার টাকা এবং মেসার্স আফিলুদ্দিন ডিম ভাণ্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী বলেন, পাইকারি প্রতি পিস ডিম ১০ টাকা বিক্রির কথা থাকলেও এই প্রতিষ্ঠানগুলো ১৩ টাকায় বিক্রি করছিল। প্রতি ডিমে তারা ২-৩ টাকা লাভ করছিল। এছাড়া, মূল্য তালিকাও তারা প্রদর্শন করেননি। এ কারণে তাদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: