প্রকাশিত:
৯ অক্টোবার ২০২৩, ২০:৪০
রাজশাহীতে ভারতীয় ভিসার জন্য জাল নথিপত্র দেয়ায় দুজনকে গ্রেপ্তার হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর বর্ণালী মোড়ে রাজশাহী ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. জমির (৩৪) ও একই উপজেলার পেয়ারাখালি এলাকার শাহ্ আলমের ছেলে মো. সুমন (২৫)।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজার বিল্পব কুমার সাহা বলেন, তারা ৫ বছরের ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেছিলেন। আজ ভিসার আবেদন জমা দিতে গেলে তাদের কাগজপত্র যাচাই-বাছাইকালে বোঝা যায় এগুলো জাল।
তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান কামাল নামের এক দালালের কাছে ৮ মাস ঘুরে আজ তারা সেটি জমা দিতে এসেছেন। ভিসার জন্য তারা টাকার বিনিময়ে চুক্তি করেন।
তিনি আরও বলেন, এর আগেও তারা জাল ডকুমেন্ট দিয়ে ব্যবসায়ী ভিসা নিয়েছেন। তাদের দুজনের ৬টি করে মোট ১২টি পাসপোর্ট আছে। একাধিকবার ভারত গেছেন। জালিয়াতির অভিযোগ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ভিসার জন্য জাল কাগজপত্র ব্যবহারের জন্য দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি এই চক্রের সঙ্গে কারা কারা জড়িতে সেটিও খুঁজে বের করা হবে।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: