প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৩, ২৩:০৬
সিরাজগঞ্জের গয়লায় মিশুকচালক মোতালেব ভূঁইয়া সাগর (৩০) হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশের দাবি, তাদের মধ্যে একজন সাগরের স্ত্রীর প্রেমিক। তার নাম ওয়াজেদ (২৭), তিনি গয়লার বাসিন্দা।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন, আলোকদিয়ার গ্রামের সুমন সরকার (২৭) ও বহুলীর ধীতপুর কানু গ্রামের তরিকুল ইসলাম (২৭)।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। ওয়াজেদ ও সুমন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম জানান, সাগরের বাড়ি শহরের রেল কলোনিতে। বিয়ের পর স্ত্রীকে নিয়ে গয়লায় শ্বশুরবাড়িতে থাকতেন। তার স্ত্রীর সঙ্গে প্রতিবেশী ওয়াজেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওয়াজেদ প্রেমিকাকে বিয়ে করতে মিশুক ছিনতাইয়ের পর সাগরকে হত্যা করেন। গত ২৭ সেপ্টেম্বর সুমন সরকার ও তরিকুল ইসলাম তাকে এই কাজে সহযোগিতা করে।
সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরে সাগরের বাবা সাইফুল ভুঁইয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। ডিবির সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলা গেজেট/এফএস
মন্তব্য করুন: