[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শেষ হলো প্রোটিন অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ২২:৪০

ছবি: সংগৃহীত

শেষ হলো রাজশাহীতে অনুষ্ঠিত স্কুল শিক্ষার্থীদের প্রোটিন নিয়ে সচেতনতা তৈরিতে দুইদিন ব্যাপি প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল-২০২৩। গত বুধবার (২৭ সেস্টেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ প্লোট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) উদ্যোগে প্রোটিন অলিম্পিয়াড শুরু হয়। বৃহস্পতিবার (২৮ সেস্টেম্বর) বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী।

তিনি বলেন, আমাদের মানব দেহের জন্য প্রটিন যুক্ত খাবারের গুরুত্ব অপরিহার্য তাই আমাদের প্রতিদিনের খাবারের সাথে প্রটিন যুক্ত খাবার অবশ্যই খেতে হবে, কারণ প্রটিন যুক্ত খাবার না খেলে মানুষ শারীরিক ও মানুষিক অসুস্থতায় ভুগতে থাকে। তাই আমাদের সকল কে প্রটিন যুক্ত খাবার খেতে হবে ও এব্যাপারে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার), সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) সরকার ওমর ফারুক। এছাড়া শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম মাওলা, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশের টিম লিড মো. খাবিবুর রহমান কাঞ্চন, বিপিআইসিসির মিডিয়া অ্যাডভাইজার মো. সাজ্জাদ হোসেন, মাছরাঙা টেলিভিশের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী ও ছয়টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাড়ে ৩ শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, ক্রিয়া প্রতিযোগিতা, ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর