[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ বিএনপি নেতার মৃত্যু

ঢাকা

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৩, ০৬:০৩

ফাইল ছবি

বিস্ফোরক মামলায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিস আলী (৬০) নামের এক বিএনপি নেতা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০২ নম্বর রুমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় কারা অভ্যন্তরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালের জরুরী বিভাগে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ইদ্রিস আলী রাজধানীর ৫৩৯ নম্বর পূর্ব জুরাইন এলাকার কামিজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোশনের ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ সম্পাদক ছিলেন।

কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ মৃত্যুর প্রমাণপত্রের উদ্ধৃতি দিয়ে জানান, ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কে রক্ত ক্ষরণ জনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কদমতলী থানায় বিস্ফোরকসহ আরো বেশ কয়েকটি মামলায় গত ৩১ জুলাই থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর