[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

জাতীয় পরিচয়পত্র করতে এসে ৫ রোহিঙ্গা আটক

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় পরিচয় পত্র করতে এসে ৫ রোহিঙ্গা যুবক আটক হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সহযোগী আরও ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন কার্যালয় সামনে থেকে ৫ রোহিঙ্গা যুবকসহ ৮ জনকে আটক করে পুলিশ।

আটকৃতরা হলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের কলিমুল্লাহ ছেলে আব্দুর রহমান (২০), আমানুল্লাহ'র ছেলে এনামুল্লাহ (২১), হাজী সৈয়দ আলীর ছেলে মো. মজিবর (২১), মো. আব্দুল কালামের ছেলে মো. হাবিবুর রহমান (১৯), নুর মোহাম্মদের ছেলে মো. নুর কামাল (১৯)।

তাদের সহযোগী তিন বাংলাদেশি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার আবুল হোসেনের ছেলে মো. ফরিদ (১৯) একই উপজেলার লতিফ মিয়ার ছেলে মো. সিরাজুল (১৯) ও সখিপুর উপজেলার হাসেন আলীর ছেলে মো. সিয়াম (২০)।

ফুলপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস সুত্রে জানা যায়, পরিচয় গোপন রেখে অজ্ঞাত নামা কিছু রোহিঙ্গা নিজেদের নাম ঠিকানা লিখে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন অফিসের আশেপাশে অবস্থান করছিল। বিষয়টি সন্দেহ হলে উপজেলা নির্বাচন অফিস ফুলপুর থানার পুলিশ কে জানানো হয়। এ সময় ফুলপুর থানার এস আই মোফাখখির উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকালে ফুলপুর উপজেলা নির্বাচন অফিসের সামনে উপস্থিত হয় এ সময় আটক করেন ৫ রোহিঙ্গা সহ ৮ জনকেত।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিচয় গোপন রেখে ৫ রোহিঙ্গা যুবক নিজেদের নাম-ঠিকানা লিখে এনআইডি কার্ড করার উদ্দেশ্যে ফুলপুর নির্বাচন কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফোন করে ফুলপুর থানার পুলিশকে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ জন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি বলে পরিচয় দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর