[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সিংড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নাটোর

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বার ২০২৩, ১৩:৩৩

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া থেকে প্রায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় চেকপোস্ট পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অন্তরপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাইদুল ইসলাম (৩২) ও একই জেলার নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মো. সোলেমান আলী ওরফে ভোলাং (৩৮)।

বৃহস্পতিবার সকাল ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব।

র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক, সহকারী পুলিশ সুপার মো. নুরল হুদা এর নেতৃত্বে চেকপোস্ট পরিচালনা করে বৃহস্পতিবার ভোর ৩টার দিকে সিংড়া উপজেলার শেরকোল এসআর ফিলিং ষ্টেশনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে প্রায় ১৪ কেজি গাঁজা, ১টি মাইক্রোবাস, ৩টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ ৪৫০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এএসপি মো. নুরল হুদা জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর