[email protected] সোমবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫, ১২ই ফাল্গুন ১৪৩১

রাজশাহীতে ২১১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৩, ২০:৩৫

সংগৃহিত

রাজশাহীর পবায় ২১১৫ পিস ইয়াবাসহ উজ্জল হোসেন (৩০) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে পবা উপজেলার ধোপাঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার উজ্জল হোসেন জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল পশ্চিমপাড়া এলাকার ইয়াকুব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে রাতেই রাজশাহী নগর পুলিশের পবা থানায় মামলা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানিয়েছে, রাতে ধোপাঘাটা-দাওকান্দি সড়কে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে অবস্থান করছিলেন উজ্জল হোসেন। গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

ওই সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই যুবক। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে পাকড়াও করেন। পরে তার কাছে ৫টি প্লাস্টিকের প্যাকেটে ২ হাজার ১১৫ পিস ইয়াবা পাওয়া যায়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরেই মাদক কারবারে যুক্ত। জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে বিষয়টি স্বীকারও করেন তিনি। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর