[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

গণপিটুনি থেকে বাঁচতে পুলিশ ডাকল চোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৩, ২১:০৭

সংগৃহিত

'হ্যালো, এইটা কি পুলিশের কন্ট্রোল রুম? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এহন লোকজন টের পাইয়া গেছে। আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।’

মঙ্গলবার ভোর সোয়া চারটায় ঢাকার কদমতলীর খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে এমন তথ্য জানান। খবর সমকাল।

৯৯৯  এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়। খবর পেয়ে কদমতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

ততক্ষণে স্থানীয় লোকজন হৃদয়কে পিটুনি দেওয়া শুরু করে। পুলিশ সেই অবস্থা থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। 

তিনি জানান, হৃদয়ের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর