[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় আম ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ 

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বার ২০২৩, ১৯:৫২

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মোবারকপুর ইউনিয়নের খড়কপুর নামক স্থানে সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান আলী (৩৫) পেশায় আম ব্যবসায়ী ছিলেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও লক্ষীপুর গ্রামের বাসিন্দা মো. আল-আমিনের ছেলে।

শিবগঞ্জ থানার পরিদর্শক সুকমল চন্দ্র দেবনাথ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এনিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর