[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিএনপি নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বার ২০২৩, ২১:৩৬

ফাইল ছবি

নিয়োগ বাণিজ্যির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের ৩ বছরের করে সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সাথে ৫ হাজার টাকা জরিমানাও হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত।


রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আল্লাম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে তিনজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তায় আবু সাঈদ চাঁদকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।


এই মামলায় আরও দুই স্থানীয় বিএনপি নেতা আসামি ছিলেন। তারা হলেন-ওয়াজ নবী ও আলিমুদ্দিন। অভিযোগ প্রমানিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।


মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ চারঘাট উপজেলার বামনদিঘি চকঝিকড়া টেকনিক্যাল স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন। ওই সময় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে ২২ জন শিক্ষক কর্মচারী নিয়োগ হয়।


এর মধ্যে এলাকার সুজাউদ্দিন সবুরসহ দুই ব্যক্তি স্কুলে চাকরির জন্য বিএনপি নেতা চাঁদকে স্থানীয় দুই বিএনপি নেতা অয়েজ নবী ও আলিমুদ্দিনের মাধ্যমে মোট ১৪ লাখ ৫২ হাজার টাকা দেন; কিন্তু তাদের চাকরি না দিয়ে বেশি টাকা নিয়ে অপর দুই ব্যক্তিকে চাকরি দেওয়া হয়। টাকা ফেরৎ চাইলে দিতে অস্বীকৃতি জানান আসামিরা।


আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সুজাউদ্দিন সবুরসহ দুই ব্যক্তি ২০০৭ সালের ২৯ জুলাই বিএনপি নেতা চাঁদ, অয়েজ নবী ও আলিমুদ্দিনের বিরুদ্ধে আমলি আদালতে একটি মামলা করেন। ওই বছরের ৯ সেপ্টেম্বর অভিযোগ আমলে নেন আদালত।


২০০৯ সালের ২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। ১৬ বছর ধরে চলা মামলায় ৯ জন সাক্ষি আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ শুনানি শেষে রোববার রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন।


আদালত সূত্র আরও জানায়, দণ্ডবিধির ৪২০ ধারায় দোষি সাব্যস্ত হয়েছেন আবু সাঈদ চাঁদ। এই ধারায় সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু বয়স ও অপরাধের প্রকৃতি বিবেচনায় তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।


আদালতে বাদীপক্ষে ছিলেন আইনজীবী আফতাব উদ্দিন আবুল ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী সামশাদ বেগম মিতালি ও আব্দুল মালেক রানা।


এদিকে, বিএনপি নেতা চাঁদকে দণ্ড দিয়ে রায় ঘোষণার পরপরই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে তারা বিএনপি নেতা চাঁদের রায়কে ষড়যন্ত্রমূলক অ্যাখ্যা দিয়ে তা বাতিলের দাবি করেন।


এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি নেতা চাঁদকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কৌশল হিসেবে তাকে তড়িঘড়ি করে আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।


উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার মামলায় বিএনপি নেতা চাঁদকে গত ২৫ মে গ্রেফতার করা হয়। এর আগে ১৯ মে তিনি পুঠিয়ার শিবপুর হাইস্কুল মাঠের এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দিয়ে বক্তব্য দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন। বর্তমানে বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে ৫৫টি মামলা বিচারাধীন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর