[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা নেতা খুন

চট্টগ্রাম

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বার ২০২৩, ২১:৪৮

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা মোহাম্মদ আইয়ুব (৩৫) একই ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর সাব-মাঝির দায়িত্বে ছিলেন।

৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে ক্যাম্পের কোডেক স্কুলের সামনে কতিপয় সন্ত্রাসীরা সাব-মাঝি মোহাম্মদ আইয়ুবকে (৩৫) কুপিয়ে হত্যা করে।

তিনি আরও বলেন, মোহাম্মদ আইয়ুব ক্যাম্পে আরসার অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ধারণা করা হচ্ছে, হয়তো তারাই তাকে হত্যা করেছে। হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ক্যাম্পের বাসিন্দা আলী হোসেন জানান, মোহাম্মদ আইয়ুব ক্যাম্পে আরসা বিরোধী অবস্থানে সোচ্চার ছিলেন। এ কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়ভীতিতে রয়েছেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর