[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

রামেক হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৩, ০০:২৮

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেদেনা (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত বৃদ্ধা নাটোরের লালপুর উপজেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। তিনি বলেন, রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ঢাকা থেকে এসেছিলেন। তবে জ্বরে আক্রান্তের পর একবারে খারাপ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

হাসপাতালে স্থানীয় আছেন ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯ জন। রামেক হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৫০৭ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছে ১৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০৯ জন। মারা গেছেন ৪ জন।

 

বাংলা গেজেট/এমএএইচ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর