[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

খেলতে গিয়ে লাশ হলো দুই বোন

নাটোর

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৫৭

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। সাদিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও খাদিজা ইমরান আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পড়ে যায় দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে বিকেল তিনটার দিকে দুজনের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানা পুলিশের ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর