[email protected] শনিবার, ২রা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

বালু চাপায় প্রাণ গেল ৩ জনের

রাজবাড়ী

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৩, ১৭:০৪

সংগৃহীত ছবি

রাজবাড়ী সদর উপজেলায় বালু চাপায় তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১ টর সময় উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালুর চাতালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তুপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ট্রাক চালকের সহকারি নিহত হয়।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম সরেজমিন সেখানে গিয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন। সূত্র: যুগান্তর

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর