[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ কোচিং পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বার ২০২৩, ০৩:৪৮

ছবি: সংগৃহীত

রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ মজনু আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মজনু আহমেদ চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।


র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়েছে। এ সময় ওই গাড়ি থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ব্যবহারকৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। পরে কারের মালিক মজনু আহমেদকে র‌্যাব গ্রেফতার করে।

মজনুর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

 

বাংলা গেজেট/এমএএইচ

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর