[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

রাজশাহীতে কলগার্ল ও মাদকসহ চিকিৎসকপুত্র আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
৯ সেপ্টেম্বার ২০২৩, ০২:১৭

ফাইল ছবি

রাজশাহী নগরীতে মাদক ও কলগার্লসহ এক ডাক্তারপুত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর রায়পাড়া এলাকার খামারবাড়ি থেকে নাজমুস সাকিবকে (২৮) আটক করা হয়। 

এ সময় বাড়িটির একটি কক্ষ থেকে ২০ গ্রাম গাঁজা ও একজন কলগার্লকে আটক করা হয়। 

আটক নাজমুস সাকিব রাজশাহীর লক্ষ্মীপুর এলাকার মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার ও হাসপাতালের মালিক স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. ফাতেমা সিদ্দিকার ছেলে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক আইনে থানায় দুটি মামলা হয়েছে।

আরএমপির শাহমখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নাজমুস সাকিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

তার কক্ষ থেকে একজন কলগার্লকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর