[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, পাবনা

প্রকাশিত:
৮ সেপ্টেম্বার ২০২৩, ০০:৩২

ফাইল ছবি

পাবনায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া ব্রিজ গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার জুনারামচন্দ্রপুর এলাকার কামরুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত (২১) ও জেলার চাটমোহর উপজেলার মহেলা এলাকার মঞ্জু মাস্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২২)।

পুলিশ জানিয়েছে, নিহত দুইজনই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাকশী হাইওয়ে থানার পুলিশের এসআই বেলাল হোসেন জানান, সিএনজিচালিত অটোরিকশা করে পাঁচজন যাত্রী পাবনার ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। আর রাব্বি পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস রাজশাহী থেকে পাবনা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ১১টার দিকে বাস ও অটোরিকশা টেবুনিয়া ব্রিজ গোডাউনের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সিফাত ও নোমানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর