[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ হারাল যুবক

গাজীপুর

প্রকাশিত:
৭ সেপ্টেম্বার ২০২৩, ২১:৪৬

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হৃদয় (২৮) নামে এক যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়কের কিতাব আলী বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মো. হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের ওসি এএফএম নাসিম। ওসি বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা বিদ্যুতের খুঁটির নিচে হৃদয়ের মরদেহ দেখতে পান। এ সময় মরদেহের পাশে ট্রান্সফরমারের যন্ত্রাংশও পরে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, তিনি ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। এরপর তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও তার মরদেহ ফেলে পালিয়েছেন। সূত্র: রাইজিংবিডি

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর