[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৭ মে ২০২৪, ২০:০০

ছবি সংগৃহীত

রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে একই ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়। ফলে ভবন থেকে পড়ে যাওয়া তিন শ্রমিকের কেউ আর বেঁচে রইলো না।

নিহত শ্রমিকেরা হলেন- আলতাবুর, অন্তর ও মফিজুল। সর্বশেষ মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মফিজুল। শুক্রবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা।

তিনি বলেন, বাসাবোর একটি নির্মাণাধীন ১০তলা ভবন থেকে পড়ে আলতাবুর ও অন্তর নামে দুই শ্রমিক সকালে মারা যান। একই ঘটনায় শ্রমিক মফিজুল গুরুতর আহত হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত মফিজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আগেই আলতাবুর ও অন্তরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর