[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি; দাবি 'প্রত্যয়স্কিম' প্রত্যাহার

এস এম মোজতাহীদ প্লাবন,(নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ০০:১৯

ছবি : মর্নিং টাইমস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অর্থ মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন প্রত্যাহার,সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে আজ মঙ্গলবার (৪জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এসময় সকল ধরনের ক্লাস বন্ধ থাকলেও পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো এই কর্মবিরতির আওতামুক্ত ছিল। 

এবিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম বলেন ‘সরকারের বৈষম্যমূলক পেনশন নীতি ‘প্রত্যয় স্কিম’ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দেশব্যাপী চলমান শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে শিক্ষক সমিতি আজ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। দ্রুত সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তীতে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করব।’

এর আগে একই দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে গত ১৫ মে এবং ২৬ মে মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষকরা। 

উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা ও তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী চলতি বছরের ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিম’ বাধ্যতামূলক করা হয়েছে এবং তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধাসংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না।এরপর থেকেই সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই প্রজ্ঞাপনটি বাতিলের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর