[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

ঢাবিতে সুইমিংপুলে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

মর্নিং টাইমস

প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪, ২০:১৩

ছবি সংগ্রহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুইমিংপুলে গোসল করতে নেমে দর্শন বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

সোমবার (২২ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মুহাম্মদ সোয়াদ হক (১৯)। সে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ ও হাজী মুহম্মদ মুহসীন হলের প্রথম বর্ষের শিক্ষার্থী। সোয়াদের বাড়ি বগুড়া জেলায়।

ঘটনাস্থলে উপস্থিত সোহাগ ও সাগর নামের দুজন শিক্ষার্থী জানান, আমরা দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সুইমিংপুলে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হঠাৎ সোয়াদ পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ঘন্টাখানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীকে নিয়া আসা হয়েছে। শিক্ষার্থী পানি বেশি খেয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার মৃত ঘোষণা করেছে। শিক্ষার্থীর লাশ এখন মর্গে রাখা আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর