[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সব ষড়যন্ত্র ভেসে যাবে

রাজনীতি ডেস্ক

প্রকাশিত:
১ সেপ্টেম্বার ২০২৩, ০৩:১৪

ড. আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

বিএনপির উদ্দেশ্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশকে যারা পাকিস্তান বানাতে চায়, বিদেশীদের হাতে তুলে দিতে চায়, সব ষড়যন্ত্র ভেসে যাবে। আওয়ামী লীগের জনস্রোতের সামনে বিএনপি দাঁড়াতে পারবে না।

ভোলার চরফ্যাশনে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। খবর যুগান্তর।

কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় হবে। সংগ্রাম করে, আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বিএনপির পক্ষে সম্ভব হবে না। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।

সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, মানুষ আওয়ামী লীগকেই আবার ভোট দেবে। জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে। সেই নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর। সেই নির্বাচন উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশনার।

এর আগে নতুন হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কৃষিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব।

জ্যাকব বলেন, আওয়ামী লীগ জনগণের দল। কোনো শক্তিই আওয়ামী লীগের এগিয়ে চলায় বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মানুষ উন্নয়ন চায়, শেখ হাসিনার সরকারকে চায়।   

চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামন, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

সকালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকায় ৮৪ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যুকালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর