[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

রাবিতে আঞ্চলিক জাতিসংঘ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক, রাবি

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৩, ০০:৪২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক মডেল জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক মডেল জাতিসংঘ সম্মেলন।
"বৈচিত্র্যের মাধ্যমে অর্থনীতি শক্তিশালীকরণ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে 'উত্তরবঙ্গ ছায়া জাতিসংঘ ২০২৩' দ্বিতীয় বারের মতো আয়োজন করেছে সংগঠনটি। সম্মেলনটি চলবে আগামী ২৬ শে আগস্ট পর্যন্ত।

বৃহস্প্রতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনটি উদ্বোধন করেন উত্তরবঙ্গ ছায়া জাতিসংঘ সম্মেলনের সেক্রেটারি জেনারেল মুজাহিদ তালুকদার।

সম্মেলনটিতে অংশ নিতে উত্তরবঙ্গের ২০টি প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এসময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও সংগঠনটির  উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমরান হোসেন।

"উত্তরবঙ্গ ছায়া জাতিসংঘ  সম্মেলন ২০২৩" এর  মুজাহিদ তালুকদার বলেন, উত্তরবঙ্গ জাতিসংঘ সম্মেলন  শিক্ষার্থীদের ২১ শতকের বিভিন্ন চ্যালেঞ্জ ও দক্ষতা প্রদান করবে যা তাদের পেশাগত জীবনে কাজে লাগবে। 

বৈশ্বিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের প্রতিদিনই বিশ্বের বিভিন্ন তথ্য জানতে হয়, যা আমরা ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ গ্রহণের মাধ্যমে সহজে জানতে ও শিখতে পারি।

শুধু তাই নয় বর্তমানে যোগাযোগের দক্ষতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা,  কৌশলের মাধ্যমে সমস্যা সমাধান করার ক্ষমতা,  নিজেকে আলাদা ভাবে তুলে ধরা, সমালোচনামূলক চিন্তা-ভাবনার ক্ষমতা   ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য আমাদের এ সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।

আগামী (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনটির  সমাপনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এসময়  বিশেষ অতিথি হিসেবে রাজশাহীতে ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার উপস্থিত থাকবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমডি  শাহ আজম শান্তনু, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রুমুনার উপদেষ্টা ড. ইমরান হোসেন।

এ সম্মেলনটির সার্বিক সহযোগিতায় রয়েছেন  ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন, মেন্টরস ইভেন্ট ও কোড--3.

 

বাংলা গেজেট/এফএস

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর