[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

আদিলুরের বিরুদ্ধে মামলার রায় ৭ সেপ্টেম্বর

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৩, ০৩:১৩

আদিলুর রহমান খান। ফাইল ছবি

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় হবে আগামী ৭ সেপ্টেম্বর।

ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায়ের তারিখ নির্ধারণ করেন। খবর ডেইলি স্টার।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকার'র সম্পাদক আদিলুর রহমান খান এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। তারা এখন জামিনে আছেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়।

এই ঘটনাটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে গোয়েন্দা পুলিশ। পরে জিডিটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর